কবিতা : অমৃতা চট্টোপাধ্যায়



ছায়াপুরুষ


মোমের আলোয় 
ঝুপ করে নেমে এল 
যার নাম অন্ধকার
থম মেরে বসে আছে হাওয়া কিন্তু
হাওয়ার কোনো পক্ষপাত নেই 
অবশ্যম্ভাবী  নৈঃশব্দ 
ছায়াপুরুষ  জানেন
অন্ধকারের  নিজস্বতা অতি ব্যাক্তিগত সিগারের গন্ধে মশগুল হয়ে আছে ঘর
আর আমরা তখন পরীক্ষাগারে
পাভলভের কুকুর 
পরস্পর মুখোমুখি 
শীত নয়, বসন্তই বলি এক বিস্ফোরণ
ঘটিয়ে ফেলেছি, ছায়াপুরুষ জানেন
সাদা পাত্রে যা অবশিষ্ট আছে তার নাম সুখেয় অমিয়! 
Share:

No comments:

Post a Comment