দুটি কবিতা ।। অর্যমা ভট্টাচার্য



(১)


আয়না

________


অঝোর দুপুর

বৃষ্টি-গন্ধ ভরা উঠোন

কাঁঠাল পাতার চুঁয়ে পড়া

টুপটুপে জলে 

মরূদ্যান খোঁজে চোখ,

হাত বাড়িয়ে ধরতে চায় বৃষ্টি-ফোঁটা।


চিলেকোঠার আকাশ থেকে

খুঁজে ফিরি ধারাপাত

রঙ্গনের মেঘ থেকে ফোঁটায় ফোঁটায় ঝরে রক্তিম

সোঁদা বারুদের দীর্ঘশ্বাসে ফের…


আদিম শৈশব।



(২)


চোখ

______


বিস্তীর্ণ অঞ্চল জুড়ে স্তব্ধতা
কালো পাহাড়ের গায়ে
সন্ধ্যে-বাতি জ্বালিয়েছে কেউ
                   হাজারে হাজারে,
ঘন্টাধ্বনি হাওয়ায় ওড়া
                           ডাকপিয়ন

দু-পাশের স্থির জলছবি
                স্থবির সাম্রাজ্য

শাসক,     
বড্ড উঁচুতে তুমি

           দেখতে পাও আমাদের !

======================

অর্যমা ভট্টাচার্য ( Aryama Bhattacharya)
হাটপুকুর, জি.আই.পি কলোনি, হাওড়া-৭১১১১২
চলভাষ : 8240000122


Share:

No comments:

Post a Comment