আলোপথ
মধ্যযামের কাছে শেষ প্রণিপাত রেখে
মুছে ফেলি অশ্রুজল...
হে অনাগত নিশিভোর, তোমার কাছেই
আমার বনবাস লেখা
বোঁটকা গন্ধের ঘ্রাণ, নর্দমার বিদ্রুপ প্রবাহ
স্নায়ুসুষুম্না বেয়ে রক্তক্ষরণ লেখে
আমাদের যাপন প্রদাহ...
ইতিহাস-প্রাচীন প্রদাহী-প্রবাহ আজ মোহনাসন্ধানী
হে আমার নবজন্মের গর্ভগৃহ
প্রশান্ত তিমির দেখো---
খুলে রেখেছি মলিন মুখোশ ব্ল্কল
আত্মাশ্রয়ী অহংচুর
কোন ভান নেই উলঙ্গ শরীরে
এভাবেই ভোকাট্টা ঘুড়ি
গর্ভগৃহের দ্বারে গিয়ে দাঁড়ায়
উলঙ্গ শরীর জুড়ে প্রবল প্রশান্তি তার
নিঃস্ব হওয়ার নিঃসীম প্রশান্তি
সুতো কাটলেই জুড়ে যায়
উৎস এসে মোহনায়
আঁধার ঘরের আলো
আলোর চেয়েও জমকালো
অন্তিম প্রহরের কাছে শেষ প্রণিপাত রেখে বলি:
কোন পথ কাঁটা পথ নয়
সব পথ মিশে যায়
সেই আলোপথে
----০০----
No comments:
Post a Comment